বাসস
  ২১ নভেম্বর ২০২৩, ২৩:৩২

শায়খুল হাদিস আল্লামা ফজলুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২৩ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ জেলার বোয়ালখালী উপজেলার খরন্দদ্বীপ মুন্সিপাড়া মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা ফজলুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শায়খুল হাদিস আল্লামা ফজলুল্লাহ ওরফে বড়ো হুজুর আজ সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১।