শিরোনাম
গোপালগঞ্জ, ৩০ নভেম্বর, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের ৩ টি সংসদীয় আসনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংসদীয় আসন-২১৭, (গোপালগঞ্জ ৩) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে শেখ আবুল কালাম, জাকের পার্টি থেকে মাহাবুব মোল্লা, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে এম নিজাম উদ্দিন লস্কার, গণফ্রন্ট থেকে সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ কংগ্রেস থেকে সহিদুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি থেকে শিশির চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন।
সংসদীয় আসন-২১৬, (গোপালগঞ্জ-২) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, জাতীয় পার্টি (মঞ্জু) থেকে কাজী শাহীন, তৃণমুল বিএনপি থেকে জামাল উদ্দিন শেখ, জাকের পার্টি থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়া, জাসদ (ইনু) থেকে মো. ফুল মিয়া, জনতার জ্টো থেকে মামুনুর রশীদ, জাতীয় পার্টি (এমএ মতিন) থেকে ওমর খৈয়াম নয়ন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল হাসান শাহীন।
সংসদীয় আসন-২১৫, (গোপালগঞ্জ-১) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি, জাতীয় পার্টি (মঞ্জু) থেকে শহিদুল ইসলাম, জাকের পার্টি থেকে দেলোয়ার হোসেন, তৃণমুল বিএনপি থেকে জাহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. আব্দুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া।