বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৯ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ছয়শ’ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। 
এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, কোটালীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখ, ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কোটালীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখের ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের হাতে জনপ্রতি চারটি খাতা, কলম, পেন্সিল প্রদান করা হয়। এছাড়া প্রথম থেকে পঞ্চমশ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণির তিনজন করে মোট ৪৫ জন  মেধাবী শিক্ষার্থীর হাতে একটি করে উপহারের মগ তুলে দেওয়া হয়।