শিরোনাম
নীলফামারী, ৩১ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জেলায় হালকা শিল্পের কাঁচামাল উৎপাদন ও বাছাই পদ্ধতি বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ আজ শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) পরিচালক কাজী মাহবুবুর রশিদ।
নীলফামারী বিসিকের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন নীলফামরী শিল্প ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু ও টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমান প্রমুখ।
বিসিক এবং টিটিসির যৌথ উদ্যোগে পাঁচ দিনের প্রশিক্ষণটি শেষ হবে আগামী বৃহস্পতিবার।