কানাডা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: কৃষি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০০:৪৫
মঙ্গলবার সচিবালয়ের কৃষি উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : পিআইডি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কানাডা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ মঙ্গলবার সচিবালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিৎ সিংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, কানাডার সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক অর্ধশতাব্দীরও বেশি। এ সম্পর্ক শুধু দেশের সাথে দেশের নয়, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের এবং জনগণের সাথে জনগণের নিবিড়ভাবে জড়িত। দেশের কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ কানাডার আরো সহযোগিতা আশা করে বলে উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান।

সাক্ষাৎকালে কৃষি, খাদ্য শস্য আমদানি, কৃষি যান্ত্রিকীকরণ, কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, কৃষিবিদদের উচ্চশিক্ষা, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা পুনর্বাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোকপাত করা হয়।

হাইকমিশনার বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তার দেশ প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে পটাশ সার রপ্তানি, ডেইরি ও পোল্ট্রি খাতের ভ্যাকসিন সরবরাহসহ বিবিধ বিষয় অবগত করলে উপদেষ্টা তাঁর প্রস্তাবকে স্বাগত জানান।

রোহিঙ্গা ও মিয়ানমার প্রসঙ্গে হাইকমিশনার জানতে চাইলে উপদেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার জন্য কানাডাকে ধন্যবাদ জানিয়ে আরো বেশি সংখ্যক রোহিঙ্গাকে তাঁর দেশে পুনর্বাসনের আহ্বান জানান। 

আরাকান আর্মি মিয়ানমার সীমান্তের সকল চৌকি দখল নিয়ে আছে, এ অবস্থায় দু’দেশের আমদানি ও রপ্তানি বাধাগ্রস্থ হচ্ছে। পাশাপাশি সীমান্তে যাতে মাদক চোরাচালান না হয় সে বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে বলে উপদেষ্টা হাইকমিশনারকে অবহিত করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিব’র সদস্যদের কানাডায় পেশাগত প্রশিক্ষণ কিংবা দেশে এসেও আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার বিবিধ পেশাগত প্রশিক্ষণ দেয়ার আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। 

এ সময় বাণিজ্যিক কাউন্সিল ডেব্রা বো-সিই, কাউন্সিলর (রাজনৈতিক) মার্কাস ডেভিস, উন্নয়ন কাউন্সিলর স্টিফেন ওয়েভারসহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টটেনহ্যাম ছাড়ার ঘোষনা দিলেন সন
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আবির-রোমান রিমান্ডে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে আগামীকাল
জয়পুরহাটে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, শিশু ও সাংবাদিক গুলিবিদ্ধ 
আগামীকালের সমাবেশের জন্য ঢাকাবাসীর কাছে ছাত্রদলের দুঃখ প্রকাশ
হারের বৃত্ত ভেঙ্গে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের
নেত্রকোনায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত 
৩ আগস্ট/৩৪ জুলাই : ৩ আগস্ট এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা
জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০