শিরোনাম
ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৪ (বাসস): লোথিয়ানের স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে পুনঃনির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।
স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক আন্তঃদলীয় জোটের আহবায়ক চৌধুরী, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির প্রশংসা করেন।
সোমবার ড. মোমেনকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ‘এই নতুন প্রশাসনে আপনার ভবিষ্যত ভূমিকার জন্য আমি আপনাকে শুভকামনা জানাচ্ছি, আমি জানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি যে ভালো কর্মদক্ষতা দেখিয়েছেন তা দিয়ে আপনি মোকাবেলা করবেন।’
স্কটিশ আইনপ্রণেতা স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন, বিশেষ করে চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায়।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি নিরাপদ স্থান প্রদানে পররাষ্ট্রমন্ত্রীর নিষ্ঠার কথা তুলে ধরে স্কটিশ এমপি গত বছর স্কটিশ সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানানোর জন্য তাকে ধন্যবাদ জানান।