বাসস
  ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩১
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩২

তথ্য প্রদানে বিলম্ব করায় ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ 

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৪ (বাসস): সময় মতো তথ্য সরবরাহ না করায় বাংলাদেশ তথ্য কমিশন একজনকে সতর্ক করেছে এবং আরেক জনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। 
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণপূর্বক আজ এই আদেশ প্রদান করেন। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, তথ্য প্রাপ্তির দু’টি আবেদনে তথ্য সরবরাহে বিলম্ব করায় ময়মনসিংহের ঈশ^রগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী ইমতিয়াজ মামুনকে সতর্ক করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কমিশন। অপর একটি অভিযোগে তথ্য কমিশন তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পূর্বতন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাসরীনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন সচিবকে নির্দেশ দিয়েছে। 
উল্লেখ্য, তথ্য কমিশনে আজ ১১টি অভিযোগের শুনানী করে ৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।