বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরুন: স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইওকে প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৬
সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইওকে বাংলাদেশের পক্ষে কথা বলার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি পরিচালনা করছে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ‘আপনার কণ্ঠস্বর আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’

বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ঢাকা সফরে এসে বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতির প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা যেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা বিদেশে পাচার করা কয়েক বিলিয়ন মার্কিন ডলার শনাক্ত করার এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করেন।’

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার চুরি হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘আপনার সহায়তা আমাদের দরকার। এখানে কিছু বিশেষজ্ঞ পাঠান।’

উত্তরে বিল উইন্টার্স স্ট্যান্ডার্ড চার্টার্ড তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বিশ্বব্যাপী বিশেষজ্ঞ দক্ষতার মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা বাস্তবায়নে সহায়তা করবে বলে আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছাত্রদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটে আওয়ামী লীগ
৪ আগস্ট বিক্ষোভে উত্তাল ছিল নারায়ণগঞ্জ
সরকার পতনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভে ফেটে পড়েছিলেন আন্দোলনকারীরা
টাঙ্গাইলে বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কলেজ ছাত্র ইমন, চোখ হারান হিমেল
নওগাঁর রাজপথে নেমেছিল মানুষের ঢল
ভোলায় পুলিশের গুলিতে নিহত হন ছাতার কারিগর মো. জসিম উদ্দিন 
পিরোজপুরে বিআরটিএর গণশুনানি অনুষ্ঠিত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের কাছে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাগণের সাহায্যের আহ্বান
জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি 
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
১০