
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানার ফেক্টচেক অনুসন্ধান টিম জানায়, বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক অনুসন্ধান টিম জানায়, এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও বানিয়ে গাড়িতে আগুন দিয়ে বিএনপি ও শিবির কর্মী গ্রেফতার— এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
যেখানে এআই দিয়ে র্যাব কর্মকর্তার ভিডিও ছড়িয়ে বিএনপি ও শিবিরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো শনাক্ত করা হয়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।