
ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : ব্যাটার বাবর আজমের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান।
গতরাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথম ম্যাচ ৬ রানে জিতেছিল পাকিস্তান। ফলে এক ম্যাচ বাকী থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।
রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫১ রানের সূচনা পায় শ্রীলংকা। ভাল শুরুর পর পাকিস্তান স্পিনার আবরার আহমেদের ঘূর্ণিতে ৯৮ রানে চতুর্থ উইকেট হারায় লংকানরা। কামিল মিশারাকে ২৭, কুশল মেন্ডিসকে ২০ ও অধিনায়ক চারিথ আসালঙ্কাকে ৬ রানে আউট করেন আবরার।
এরপর পঞ্চম উইকেটে সাদিরা সামাবিক্রমার সাথে ৬১ এবং ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৭৩ রানের জুটিতে শ্রীলংকার বড় সংগ্রহের ভিত গড়েন জানিথ লিয়ানাগে। সামারাবিক্রমা ৪২ ও কামিন্দু ৪৪ রানে থামলেও সপ্তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন লিয়ানাগে।
দলীয় ২৪১ রানে লিয়ানাগে ফেরার পর শ্রীলংকাকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ এনে দেন হাসারাঙ্গা ডি সিলভা। লিয়ানাগে ৬৩ বলে ৫৪ ও হাসারাঙ্গা ২৬ বলে অপরাজিত ৩৭ রান করেন। পাকিস্তানের আবরার ও হারিস রউফ ৩টি করে উইকেট নেন।
২৮৯ রানের টার্গেট তাড়া করতে নামা পাকিস্তানকে ৭৭ রানের শুরু এনে দেন দুই ওপেনার ফখর জামান ও সাইম আইয়ুব। ২৫ বলে ৩৩ রান করে সাইম ফেরার পর দ্বিতীয় উইকেটে দলের স্কোর বোর্ডে ১শ রান জমা করেন জামান ও বাবর। ৮ চার ও ১ ছক্কায় ৯৩ বলে ব্যক্তিগত ৭৮ রানে আউট হন জামান।
৩১তম ওভারে দলীয় ১৭৭ রানে জামান ফেরার পর পাকিস্তানের রানের চাকা সচল রাখেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় উইকেটে দু’জনের ১০৫ বলে গড়া ১১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১০ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় পাকিস্তান।
রিজওয়ানের সাথে জুটিতে ওয়ানডে ক্রিকেটে ২০তম সেঞ্চুরি পূর্ণ করেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৮৩ ইনিংস ও ৮০৭ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন বাবর। সর্বশেষ ২০২৩ সালের ৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপে নেপালের বিপক্ষে ১৩১ বলে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন বাবর।
২০তম শতকে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিতে সাবেক ক্রিকেটার সাইদ আনোয়ারের পাশে বসলেন বাবর। তবে পাকিস্তানের মাটিতে সর্বোচ্চ আট সেঞ্চুরিতে মোহাম্মদ ইউসুফকে টপকে গেছেন তিনি।
দীর্ঘদিন পর সেঞ্চুরি পাওয়া ইনিংসে ১০২ রানে অপরাজিত থাকেন বাবর। তার ১১৯ বলের ইনিংসে ৮টি চার ছিল। ৫৪ বল খেলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন রিজওয়ান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাবর।
শ্রীলংকাকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে পাকিস্তান।