শেষ হলো “সেরা সাঁতারুর খোজেঁ বাংলাদেশ ২০২৫” এর দ্বিতীয় পর্ব

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় “সেরা সাঁতারুর খোজেঁ বাংলাদেশ ২০২৫” এর দ্বিতীয় পর্বের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ শনিবার বিকেলে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইমার ট্যালেন্ট হান্ট স্টিয়ারিং কমিটির আহ্বায়ক রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন। 

সমাপনী অনুষ্ঠানে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’এর কার্যক্রমের উপরে অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে সাঁতারুদের সাঁতারে ৩টি ইভেন্ট এবং ডাইভিংয়ে ১টি প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

ট্যালেন্ট হান্ট কর্মসূচিতে পৃষ্ঠপোষকতায় ছিল ম্যাক্স গ্রুপ, ইষ্ট কোস্ট গ্রুপ, কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেড, টিকে গ্রুপ, প্রাইম ব্যাংক পিএলসি, মেঘনা গ্রুপ, মিয়া ভাই ফাউন্ডেশন।

“সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট প্রথম পর্বে গত ১০ মে থেকে ঢাকায় শুরু হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রথম পর্ব ৫ জুলাই শেষ হয়। প্রথম পর্বে দেশের ৬৪টি জেলা থেকে ১৫টি ভেন্যুতে ২০৮৯ জন সাঁতারু (১৭১০ জন বালক ও ৩৭৯ জন বালিকা) থেকে প্রাথমিকভাবে ৬৩০ জন সাঁতারুকে (৪৯৩ জন বালক ও ১৩৭ জন বালিকা) বাছাই করা হয়।

প্রথম পর্বে প্রাথমিকভাবে বাছাইকৃত ৬৩০ জন সাঁতারুকে মোট ৬টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে ১১০ জন সাঁতারু নিয়ে দ্বিতীয় পর্বের বাছাই গত ১৫ জুলাই হতে মিরপুরে শুরু হয় এবং ৫ নভেম্বর শেষ হয়। ২য় পর্ব শেষে ৬৩০ সাঁতারু থেকে ৭০ জন সাঁতারু (৪৭ জন বালক ও  ২৩ বালিকা) চূড়ান্ত করা হয়।

চূড়ান্তভাবে বাছাইকৃত ৭০ জন সাঁতারু নিয়ে দুই বছরের দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামী বছর জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে। তৃতীয় পর্বে অংশগ্রহণকারী সাঁতারুদের আবাসন, মানসম্মত খাবার, উন্নত প্রশিক্ষণ এবং সাঁতারের সরঞ্জাম প্রদানের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পাঠদানের ব্যবস্থা করা হবে। সফলতার সাথে তৃতীয় পর্ব সম্পন্নকারী সাঁতারুগণ সরাসরি বিভিন্ন বাহিনী/সংস্থায় চাকুরির সুযোগ লাভ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোঃ আলমগীর, সহ-সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিয়া ভাই, যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস, কোষাধ্যক্ষ মেজর মোঃ আতিকুর রহমানসহ (অব.) বাংলাদেশ সুইমিং ফেডারেশরেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
১০