
ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে অনূর্ধ্ব-১০ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
বালিকা অনূর্ধ্ব-১৮ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট, ওপেন বিভাগে তাশরিক সায়হান শান, অনূর্ধ্ব-১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান ও বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ৮ খেলায় ৫ পয়েন্ট করে, ওপেন বিভাগে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে আজান মাহমুদ ৮ খেলায় সাড়ে চার পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১২ বিভাগে সিদরাতুল মুনতাহানা ৪ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১৪ বিভাগে মোঃ জায়ান খান ও বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে জান্নাতুল প্রীতি সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন। বালিকা অনূর্ধ্ব-৮ বিভাগে আলিনা হায়দার কোন পয়েন্ট পাননি।
অষ্টম রাউন্ডের খেলা আজ অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা মালদ্বীপের আয়সাত সারা ইসমালইকে, রায়ান রশিদ মুগ্ধ মালয়েশিয়ার থারভিন সেনথিলকুমারকে ও তাশরিক সায়হান শান শ্রীলংকার পিতিগালা চান্দ্রা সুদারমানকে পরাজিত করেন।
ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান অস্ট্রেলিয়ার নেত্রারাজা ইথানের সাথে ড্র করেন।
সাফায়েত কিবরিয়া আজান ভারতের ক্যান্ডিডেট মাস্টার মাধবেন্দ্র প্রতাপ শর্মার কাছে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ভারতের কিয়াননা পারিহারের কাছে, আজান মাহমুদ মালয়েশিয়ার মোহাম্মদ আরিজ দানিয়েল বিন মোহাঃ শাহের কাছে, মোঃ জায়ান খান মালয়েশিয়ার পে ই ফেংয়ের কাছে, জান্নাতুল প্রীতি ভারতের ফিদে মাস্টার প্রিশিতা গুপ্তার কাছে ও আলিশা হায়দার সিঙ্গাপুরের লিম জিয়া হুই এমবারের কাছে হেরে যান।