মোল্লা ও শুভাগতর হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন ময়মনসিংহর সংগ্রহ ৮ উইকেটে ২৭১ রান

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৯:৩৩

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : দুই ব্যাটার আইচ মোল্লা ও অধিনায়ক শুভাগত হোম চৌধুরির জোড়া হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করেছে ময়মনসিংহ বিভাগ। 

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রান তুলতেই দুই ওপেনারকে হারায় ময়মনসিংহ।

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টায় উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন আজিজুল হাকিম তামিম (৩৬) ও আব্দুল মাজিদ (১৭)। পাশাপাশি মিডল অর্ডার আল আমিন জুনিয়র ৪ রানে আউট হলে ১০৬ রানে পঞ্চম উইকেট হারায় ময়মনসিংহ।  

চাপে পড়া ময়মনসিংহকে টেনে তুলেন মোল্লা ও শুভাগত। ষষ্ঠ উইকেটে ৯৬ রানের জুটি গড়ে দলের রান ২শ পার করেন তারা। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে দু’জনই চট্টগ্রামের স্পিনার নাইম হাসানের শিকার হন। ৬টি করে চারে মোল্লা ৬৫ ও শুভাগত ৫৪ রান করেন। 

নাইমের ঘূর্ণিতে ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিনই গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ময়মনসিংহ। ৭০তম ওভারে ২১৩ রানে অষ্টম উইকেট হারায় তারা। 

কিন্তু নবম উইকেটে দিনের শেষ ১২২ বলে অবিচ্ছিন্ন থেকে ৫৮ রান যোগ করেন আরিফ আহমেদ ও মারুফ মৃধা। আরিফ ৩৬ ও মারুফ ২২ রানে অপরাজিত আছেন। 

চট্টগ্রামের নাইম ৩টি ও ইরফান হোসেন ২টি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
১০