১১ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি সানজামুলের

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৯:৩৬ আপডেট: : ১৫ নভেম্বর ২০২৫, ১৯:৪৩

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : দীর্ঘ ১১ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন স্পিন অলরাউন্ডার সানজামুল ইসলাম। তার সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের চতুর্থ রাউন্ডের ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৭২.৪ ওভারে ৯ উইকেটে ২৭৫ রান করেছে রাজশাহী বিভাগ। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১১২ রানে থামেন সানজামুল। 

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। দুই ওপেনার সাব্বির হোসেন ১৭ ও তানজিদ হাসান তামিম ৭ রানে এবং উইকেটরক্ষক প্রিতম কুমার ৯ রানে আউট হন। 

চতুর্থ উইকেটে সানজামুলের সাথে জুটি গড়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। ৫০ রান যোগ হবার পর বিচ্ছিন্ন হন তারা। ৩ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৩২ রান করেন হৃদয়। 

এরপর সাব্বির রহমান রোমানকে নিয়ে ৭০ রান যোগ করেন সানজামুল। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন রোমান। ৬ চার ও ২ ছক্কায় ৫৭ বল ৪৭ রান করেন তিনি। 

হৃদয়-রোমানের পর ষষ্ঠ উইকেটে শাকির হোসেন শুভ্রর সাথে হাফ-সেঞ্চুরির জুটি গড়ার সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হন সানজামুল। ৯ রানে আউট হন শুভ্র। জুটিতে যোগ হয় ৪৭ রান। 

লোয়ার অর্ডারে দুই ব্যাটারকে নিয়ে ছোট ছোট জুটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ বছর পর সেঞ্চুরির স্বাদ পান ১১৬তম ম্যাচ খেলতে নামা সানজামুল। ২০১৪ সালের এপ্রিলে প্রথমবারের মত প্রথম শ্রেণির ক্রিকেট শতক হাঁকিয়েছিলেন তিনি। চট্টগ্রামের বিভাগের বিপক্ষে আট নম্বরে নেমে ২২টি চার ও ২টি ছক্কায় ১৯৬ বলে ১৭২ রান করেছিলেন সানজামুল। 

দিনের খেলা শেষ হবার ২৩ বল আগে আউট হন সানজামুল। ১৩টি চারে ১৮১ বলে ১১২ রান করেন তিনি। 

ওয়াসি সিদ্দিকী ১ ও আব্দুর রহিম ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ঢাকার আশরাফুল ইসলাম সিয়াম ৪টি ও সালাউদ্দিন শাকিল ৩টি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
১০