লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ২০:২৩

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : লিওনাইন চেস ক্লাবের আয়োজন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় লিওনাইন ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা আজ থেকে ধানমন্ডিস্থ র‌্যাংকস নাসিম স্কোয়ারের লেভেল-৯ এ লিওনাইন চেস ক্লাবের হলরুমে শুরু হয়েছে। 

আজ অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হুয়াকে পরাজিত করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হুয়ার পেট্রোভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫১ চালের মাথায় জয়ী হন।

বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার মনন রোজ নীড় গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেন। মনন রেজা সাদা ঘুঁটি নিয়ে রিফাতের সিসিলিয়ান ডিফেন্সের বিপক্ষে খেলেন। ২৬ চালের মাথায় রিফাতের সময় শেষ হয়ে গেলে মনন রেজা জয়ী হন।

ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানির কাছে হেরে গেছেন। সাকলাইন ে সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতি অবলম্বন করে খেলে ৩৯ চালে আরিয়ান ভার্সানির কাছে হেরে যান। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের ফিদে মাস্টার ভিদান্ত পানিসার কাছে হেরে যান। তাহসিন কালো ঘুঁটি নিয়ে ভিদান্ত পানিসারের ক্যাটালন ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪০ চালের মাথায় হেরে যান।  

আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদি মালিকের কাছে পরাজিত হন। আবু সুফিয়ান সাদা ঘুঁটি নিয়ে আবদিসালিমভের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৩২ চালে হেরে যান। 

বাংলাদেশ, ভারত, উজবেকিস্তান ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন ফিদে মাস্টার এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। 

আগামীকাল রোববার বিকেল সাড়ে তিনটা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০