শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ২০:২৩
ছবি : বাসস

ভোলা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুরতম স্বৈরশাসক। 

তিনি বলেন, ‘সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছেন শেখ হাসিনা। তার সরকার যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছিলো সেসব প্রকল্পের কাজ না করেই অর্থ লোপাট করেছেন এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছেন। হাসিনা সরকারের একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। এতেই বুঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে।’ 

আজ শনিবার ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলীয় মনোনয়ন সম্পর্কে মেজর হাফিজ বলেন, বিএনপি ছয় মাস আগে তার মনোনয়ন নিশ্চিত করেছে, ৩ নভেম্বর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

শুক্রবার ঢাকা থেকে লঞ্চযোগে রওনা হয়ে আজ শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলা লঞ্চঘাটে পৌঁছালে দলের হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। দুপুরে লালমোহনের শাহবাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় মেজর হাফিজ বলেন, ‘আজ আমি যে স্নেহ পেয়েছি তা আমি কখনও ভুলব না। আমি আপনাদের সকলের কাছে ঋণী এবং বেঁচে থাকলে আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০