
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক বাবলুর রহমানসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
অপর দু’জন হলেন— নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি শরিফ হোসেন দুদু ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল শুক্রবার রাজধানী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানাধীন সেনা মালঞ্চের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের ওপর আসামিরা অন্তবর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপ-প্রচার ও নাশকতার উদ্দেশ্যে মিছিল করছিল। আসামিরা বর্তমান সরকারকে অবৈধ পন্থায় উৎখাত করার জন্য সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ও সাধারণ জনগনের মধ্যে আতংক সৃষ্টিসহ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি কওে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে বনানী থানা পুলিশ।