ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার : মূলহোতাসহ ২ জন রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৯:৪৯

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দু’টি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার বন্ধু জারেজুল ইসলাম জারেজসহ দু’জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রিমান্ডকৃত অপরজন হলেন জারেজের বান্ধবী শামীমা আক্তার।

আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে দায়ের করা শাহবাগ থানার হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে জারেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে তার বান্ধবী শামীমাকে গ্রেফতার করে র‌্যাব-৩।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মালয়েশিয়া ফেরত বন্ধু জারেজুল ইসলামের সঙ্গে ঢাকায় যান আশরাফুল।

জারেজসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজন গত ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলকে হত্যা করে। ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকার হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশে একটি ড্রাম থেকে  তার ২৬ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। 

১৪ নভেম্বর আশরাফুলের বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় জারেজসহ অজ্ঞাতপরিচয় কয়েজনকে আসামি করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
১০