১৫ উইকেট পতনের দিন ভাল অবস্থায় ভারত

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২১

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : বোলারদের দাপটে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন হয়েছে। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ১৮৯ রানে গুটিয়ে যায় ভারত। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৯৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে মাত্র ৩ উইকেট হাতে নিয়ে ৬৩ রানে এগিয়ে প্রোটিয়ারা। 

কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম দিনই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে দিন শেষে ১ উইকেটে ৩৭ রান করে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ১২২ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। ওপেনার লোকেশ রাহুল ১৩ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের শুরুটা ভালই করেছিলেন রাহুল ও সুন্দর। উইকেট পতন ছাড়াই প্রথম ঘন্টা পার করে দেন তারা। তবে দলীয় ৭৫ রানে বিচ্ছিন্ন হন রাহুল ও সুন্দর। ২৯ রান করা সুন্দরকে শিকার করে জুটি ভাঙ্গেন ডান-হাতি স্পিানর সিমোন হার্মার।

চার নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি অধিনায়ক শুভমান গিল। ঘাড়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। 

তৃতীয় উইকেটে ৩০ বলে ৩০ রানের জুটিতে ভারতের রান ১শ পার করেন রাহুল ও উইকেটরক্ষক ঋসভ পান্ত। ৩৯ রান করে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের শিকার হন রাহুল। ২টি করে চার-ছক্কায় মারমুখী মেজাজে শুরু করলেও ২৪ বলে ২৭ রান তুলে থেমে যান পান্ত।

পান্ত ফেরার পর জুটি গড়ার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল। কিন্তু ২১ রান যোগ করে থামেন তারা। জাদেজা ২৭ ও জুরেল ১৪ রান করে হার্মারের শিকার হন। 

দলীয় ১৭১ রানের মধ্যে জুরেল ও জাদেজা ফেরার পর বেশি দূর যেতে পারেনি ভারত। ১৮৯ রানে গুটিয়ে যায় তারা। দক্ষিণ আফ্রিকার হার্মার ৪টি ও মার্কো জানসেন ৩টি উইকেট নেন। 

৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারতের তিন স্পিনারের ঘূর্ণিতে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে প্রোটিয়াদের বেশি সমস্যায় ফেলেছেন জাদেজা। তার ৪ উইকেট শিকারে ৯৩ রান তুলতেই সাত ব্যাটারকে হারিয়েছে প্রোটিয়ারা। 

আইডেন মার্করাম ৪, ওয়াইন মুল্ডার ১১, টনি ডি জর্জি ২ ও ট্রিস্টান স্টাবস ৫ রানে জাদেজার শিকার হন। 

জাদেজার ঘূর্ণি সামলে দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান তুলে অপরাজিত থেকে দিন শেষ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তার সাথে ১ রানে অপরাজিত আছেন কর্বিন বশ। 

বল হাতে ভারতের হয়ে জাদেজা ৪টি, কুলদীপ যাদব ২টি ও অক্ষর প্যাটেল ১টি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
চীনা বিনিয়োগ কাজে লাগিয়ে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের
নির্বাচন ব্যাহত করতে গুপ্ত শক্তির অপচেষ্টা চলছে : এ্যানি
রবিউলের তোপে প্রথম দিন অলআউট বরিশাল
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল
মালয়েশিয়ায় পেনাং রোডশোতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনা প্রদর্শন
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার : মূলহোতাসহ ২ জন রিমান্ডে
১০