সোমবার ঢাকায় শুরু হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৪১ আপডেট: : ১৫ নভেম্বর ২০২৫, ১৮:০১

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে নারীয় কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে কাবাডির যেকোনো পর্যায়ের বিশ্বকাপ। বাংলাদেশের কাবাডির ইতিহাসে যা ঐতিহাসিক এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। 

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বিশ্বকাপের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলাদেশ সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। 

নারী বিশ্বকাপের এবারের আসরে অংশ নিচ্ছে ১১ দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো : চাইনিজ তাইপে, ভারত জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার ও স্বাগতিক বাংলাদেশ।

এ উপলক্ষে আজ দুপুরে জাতীয় কাবাডি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘বিশ্বকাপ সফল করতে বাংলাদেশ সরকারের সহযোগিতায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত ও ভেন্যু ব্যবস্থাপনাসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ প্রস্তুত।’

আগামীকাল রোববার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায়। যেখানে নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর ১১ অধিনায়ক উপস্থিত থাকবেন। বাংলাদেশে আয়োজিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপ স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখার অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, “নারীদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে পঞ্চম স্থানে আছে। এই বিশ্বকাপ দিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা সম্ভব, আমাদের সামনে সে সুযোগ রয়েছে। দলের কাছে আমাদের মূল প্রত্যাশাও এটি।”

তিনি আরও বলেন, “এই প্রথম বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা সফলভাবে আয়োজন সম্পন্ন করা। এখানে বিভিন্ন দেশের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা, রেফারিসহ আরও অনেকে আসবেন। আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারলে কাবাডি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে।”

দীর্ঘ প্রায় ১৩ বছর পর নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১২ সালে ভারতের পাটনায় বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল।

প্রথম আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে পরাজিত হয়েছিল। ঐ আসরে ভারত চ্যাম্পিয়ন ও ইরান রানার্স-আপ হয়েছিল। 

এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, “আর্জেন্টিনা শেষ মুহূর্তে আসবে না বলে আমাদের আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ) থেকে জানানো হয়েছে। পাকিস্তানও আসেনি, কারণ তাদের দল ভালো অবস্থায় নেই। স্ট্যান্ডবাই থেকে পোল্যান্ড এসেছে। আন্তর্জাতিক কাবাডির সর্বোচ্চ সংস্থা আইকেএফের নির্দেশনা অনুযায়ী আমরা সবকিছু পরিচালনা করছি।”

ম্যাচ পরিচালনা ও টেকনিক্যাল অফিসিয়াল এ প্রসঙ্গে এস এম নেওয়াজ সোহাগ বলেন, “খেলা পরিচালনার জন্য প্রতিটি দেশ থেকে রেফারি আনা হয়েছে। ভারত থেকে এসেছেন পাঁচজন রেফারি। বাংলাদেশের ১০ থেকে ১২ জনের একটি টেকনিক্যাল কমিটি আছে, যাতে রেফারিংয়ের মান আরও উন্নত হয় এবং এ নিয়ে প্রশ্ন না ওঠে।”

আয়োজনে সহযাত্রী হওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সরকারের অন্যান্য দপ্তর এবং পৃষ্ঠপোষকদের প্রতি বাংলাদেশ কাবাডি ফেডারেশন কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, এই আয়োজন নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
চীনা বিনিয়োগ কাজে লাগিয়ে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের
নির্বাচন ব্যাহত করতে গুপ্ত শক্তির অপচেষ্টা চলছে : এ্যানি
রবিউলের তোপে প্রথম দিন অলআউট বরিশাল
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল
মালয়েশিয়ায় পেনাং রোডশোতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনা প্রদর্শন
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার : মূলহোতাসহ ২ জন রিমান্ডে
বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
১০