
শেরপুর, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ পুলিশের উদ্যোগে মামলার তদন্তকালীন ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ ও বিচার প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
াজ শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া।
প্রশিক্ষণ কর্মশালায় পুলিশের পরিদর্শক ও উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তদন্তের আধুনিক পদ্ধতি এবং আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করেন।
এ কর্মশালায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, ওসি (ডিবি) রেজাউল ইসলাম খান, কোর্ট ইন্সপেক্টর মো. জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।