
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুইডিশ পুলিশ জানিয়েছে, স্টকহোমে শুক্রবার বিকেলে একটি বাসের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং দুর্ঘটনা।
স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শুক্রবার বিকেলের ব্যস্ত সময়ে একটি বাস হঠাৎ করে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের সারিতে ঢুকে পড়ে। এতে তিনজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।
পুলিশের মুখপাত্র ওলা অস্টারলিং এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত আমরা যে তথ্য বিশ্লেষণ করেছি-সাক্ষীদের বক্তব্য ও ছবিসহ-তাতে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল।’
তিনি আরও জানান, বাসচালককে প্রাথমিকভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের নাম প্রকাশ করা হয়নি।