ইরাকে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৮

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:০০

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইরাকের মধ্যাঞ্চলে কৃষিজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘটিত উপজাতীয় সংঘর্ষে আটজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন বলে আজ ওয়াসিত প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

ইরাকের কুত শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি জানান, সকালে খেশান গ্রামে বেদুইন উপজাতির সদস্যদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আটজন নিহত হয়েছেন এবং আরও নয়জন আহত হয়েছেন। ’

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। তবে পরিস্থিতি এখনো শান্ত হয়নি।

ইরাকে উপজাতীয় বিরোধ সাধারণ ঘটনা। যুদ্ধবিধ্বস্ত এই দেশ অস্ত্রে ভরপুর, যেখানে সামান্য বিবাদও প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিতে পারে। উপজাতিগুলো দেশটিতে ব্যাপক প্রভাবশালী এবং তারা নিজেদের নৈতিক ও বিচারিক বিধি অনুযায়ী পরিচালিত হয়। এছাড়া তাদের কাছে বিপুল অস্ত্রভাণ্ডার রয়েছে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনে দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর, বহু বছরের সহিংসতা শেষে ইরাক সম্প্রতি স্থিতিশীলতার দিকে অগ্রসর হতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
চীনা বিনিয়োগ কাজে লাগিয়ে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের
নির্বাচন ব্যাহত করতে গুপ্ত শক্তির অপচেষ্টা চলছে : এ্যানি
রবিউলের তোপে প্রথম দিন অলআউট বরিশাল
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল
মালয়েশিয়ায় পেনাং রোডশোতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনা প্রদর্শন
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার : মূলহোতাসহ ২ জন রিমান্ডে
বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০