বাসস
  ২০ জানুয়ারি ২০২৪, ২২:২৯

পিছিয়ে পরা বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে : জাহিদ ফারুক

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৪ (বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। পিছিয়ে পরা বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে।
আজ বরিশালের নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নৌকা প্রতীকের নির্বাচন কমিটি আয়োজিত প্রতিমন্ত্রীকে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্মার্ট বরিশাল বির্নিমাণে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালের ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশর পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত করা হবে।
বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ’র (খোকন সেরনিয়াবাত) সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম,বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সদস্য  অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মো: নিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও বরিশাল মহানগর যুব লীগের সহ সভাপতি মাহমুদুল হক খান মামুন সহ আরো অনেকে।