বাসস
  ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৪৬

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৮ শিক্ষার্থী পেল মেধাবৃত্তি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২১ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীর আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে।
আজ রোববার মুকসুদপুরের বাটিকামারীতে ফাউন্ডেশন কার্যালয়ে সংগঠনটির আয়োজনে বাটিকামারী উচ্চ বিদ্যালয় ও কলেজে, কহলদিয়া উচ্চ বিদ্যালয় এবং  লোহাইড় দারুলউলুম ফাজিল মাদ্রাসার ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ টাকা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।মেধা তালিকায়  প্রথমস্থান অধিকারীকে ৮ হাজার টাকা , দ্বিতীয় অধিকারীকে ৬ হাজার টাকা ও  তৃতীয় স্থান অধিকারীকে  ৫  হাজার টাকা করে প্রদান করা হয়।  
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও খায়রুল বাকী শরীফের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে  সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম, মুকসুদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।