বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু দিনের মধ্যে দেশে ফিরবেন : সালাহউদ্দিন আহমেদ

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য আমরা এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে অল্প কিছুদিনের মধ্যে অবশ্যই তিনি দেশে ফিরবেন।’

আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের একটা সঠিক রোডম্যাপ দিতে হবে।’

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি। তবে নতুন যারা দল গঠন করবেন, তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করেন। এই নতুন দল যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয়-প্রশ্রয়ের না হয়।’

সংবিধান নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধানকে কখনো কবর দেওয়া যায় না। পরিবর্ধন বা সংশোধন হতে পারে।’

তারেক রহমানের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে- সাংবদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০