বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু দিনের মধ্যে দেশে ফিরবেন : সালাহউদ্দিন আহমেদ

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য আমরা এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে অল্প কিছুদিনের মধ্যে অবশ্যই তিনি দেশে ফিরবেন।’

আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের একটা সঠিক রোডম্যাপ দিতে হবে।’

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি। তবে নতুন যারা দল গঠন করবেন, তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করেন। এই নতুন দল যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয়-প্রশ্রয়ের না হয়।’

সংবিধান নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধানকে কখনো কবর দেওয়া যায় না। পরিবর্ধন বা সংশোধন হতে পারে।’

তারেক রহমানের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে- সাংবদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজকের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক 
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইউট্যাবের শোক
গুরুতর আহতদের দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি : মানসুরা আলম
বিমান দুর্ঘটনায় বেগম খালেদা জিয়ার শোক : নেতাকর্মীদের হতাহতদের পরিবারের পাশে থাকার আহ্বান
আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি : প্রধান উপদেষ্টা
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য উপদেষ্টার
ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
১০