
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামীকাল মঙ্গলবার স্পেন সফরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে বৈঠক করবেন। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের কার্যালয় জানিয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নতুন সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় আজ সোমবার এক বিবৃতিতে জানায়, জেলেনস্কি মাদ্রিদে সানচেজের সঙ্গে ‘পারস্পরিক স্বার্থের বিষয়’ নিয়ে আলোচনা করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এ সফর স্পেনের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি সর্বক্ষেত্রে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে।
জেলেনস্কি স্পেনের সংসদের দুই কক্ষের আইনপ্রণেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এটি কিয়েভের দৃঢ় মিত্র স্পেনে তার তৃতীয় সফর।
ইউক্রেনের বিধ্বস্ত সশস্ত্র বাহিনী এবং শীতকালীন জ্বালানি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পশ্চিমা মিত্রদের সঙ্গে সাক্ষাতে সফর করছেন জেলেনস্কি। রাশিয়া বারবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে, যখন যুদ্ধ প্রায় চার বছরে গড়াচ্ছে।
গত রোববার জেলেনস্কি গ্রিসের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছেন, যাতে ইউক্রেনের জ্বালানি সরবরাহ আরেকটি কঠিন শীত মোকাবিলা করতে পারে।
স্পেন সফরে যাওয়ার আগে নতুন অস্ত্র সংগ্রহের প্রত্যাশায় জেলেনস্কি প্যারিসে আজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দেখা করবেন, যেখানে নতুন অস্ত্র সংগ্রহের বিষয়ে আলোচনা হবে।