বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে : জোনায়েদ সাকি

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৮:০১
ছবি: বাসস

টাঙ্গাইল, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদ কায়দায় নির্বিচারে মানুষকে গণহত্যা হয়েছে, তার যথাযথ বিচার হবে এটা আমরা প্রত্যাশা করি। 

তিনি বলেন, আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার প্রক্রিয়া হয়েছে। বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে, তার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।

তিনি আজ সোমবার সকালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, সামনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য। কোনো শক্তিই যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে, সেদিকে সবার মনোযোগ দেওয়া দরকার। কোন-কোন সংস্কার হবে তা জনগণ ঠিক করবে। 

তিনি বলেন, মওলানা ভাসানী শৈশব থেকে আজীবন মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রাম চলছে। মওলানা ভাসানীর সেই মুক্তির সংগ্রাম আমরা এখনো লড়াই করে চলেছি।

এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শীত আসতে না আসতেই বরিশালে ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা 
বাউফলে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
মালয়েশিয়া হতে পারে বাংলাদেশি মেডিকেল ট্যুরিস্টদের নতুন গন্তব্য
প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
বিএনপির ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
পটুয়াখালীতে মাছ ব্যবসায়ীদের মধ্যে ইনসুলেটেড কনটেইনার বিতরণ
কিশোরগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েও শহীদের তালিকায় নাম নেই ভোলার সাহাবুদ্দিনের
মদিনার কাছে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় ৪৫ প্রাণহানি : ভারতীয় পুলিশ
শেখ হাসিনার রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : গোলাম পরওয়ার
১০