আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় হাকিমি, ওশিমেন, সালাহ

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ২০২৫ আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মরোক্কান আশরাফ হাকিমি, নাইজেরিয়ান ভিক্টর ওশিমেন ও মিশরীয় মোহাম্মদ সালাহ। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) আজ এই তালিকা প্রকাশ করেছে। 

নারীদের বিভাগে বর্ষসেরার তালিকায় জায়গা পেয়েছেন মরক্কোর গিজলানে শিবাক ও সানা এমসৌদি ও নাইজেরিয়ান রাশিদাত আজিবাদে। 

বর্তমানে ইনজুরিতে মাঠের বাইরে থাকা ফুল-ব্যাক হাকিমি পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় ও ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে হেরে রানার্স-আপ হবার পিছনে দারুন অবদান রেখেছেন। ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকলে আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া আফ্রিকান নেশন্স কাপে ২৭ বছর বয়সী হাকিমির নেতৃত্বে মরক্কো মাঠে নামবে। ১৯৭৬ সালের পর প্রথমবারের মত নেশন্স কাপে শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছে মরক্কো। 

এদিকে দুইবারের আফ্রিকান বর্ষসেরা এ্যাওয়ার্ড বিজয়ী সালাহর দুর্দান্ত নৈপুন্যে গত মৌসুমে লিভারপুল রেকর্ড স্পর্শকারী ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছে। ৩৩ বছর বয়সী সালাহ ২০২৪-২৫ মৌসুমে আলেক্সান্দার ইসাকের থেকে ছয় গোল বেশী নিয়ে ২৯ গোলসহ গোল্ডেন বুট জয় করেছেন। 

ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ওশিমেন বর্তমানে টার্কিশ ক্লাব গ্যালাতাসারের হয়ে খেলছেন। 

মরক্কোর রাজধানী রাবাতে আগামী বুধবার আফ্রিকান বর্ষসেরা এ্যাওয়ার্ড অনুষ্ঠন অনুষ্ঠিত হবে। মনোনীতদের মধ্য থেকে সিএএফ টেকনিক্যাল ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য, কোচ, সাবেক তারকা ও বাছাইকৃত গণমাধ্যমের প্রতিনিধিরা ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচিত করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শীত আসতে না আসতেই বরিশালে ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা 
বাউফলে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
মালয়েশিয়া হতে পারে বাংলাদেশি মেডিকেল ট্যুরিস্টদের নতুন গন্তব্য
প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
বিএনপির ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
পটুয়াখালীতে মাছ ব্যবসায়ীদের মধ্যে ইনসুলেটেড কনটেইনার বিতরণ
কিশোরগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েও শহীদের তালিকায় নাম নেই ভোলার সাহাবুদ্দিনের
মদিনার কাছে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় ৪৫ প্রাণহানি : ভারতীয় পুলিশ
শেখ হাসিনার রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : গোলাম পরওয়ার
১০