রাজস্থানের কোচের দায়িত্ব ফিরে পেলেন সাঙ্গাকারা

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:১০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : এক মৌসুম পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব ফিরে পেলেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। প্রধান কোচের পাশাপাশি রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

২০২১ থেকে ২০২৪ সাল রাজস্থানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাঙ্গাকারা। ২০২৫ সালে সাঙ্গার জায়গায় রাহুল দ্রাবিড়কে কোচ করে রাজস্থান। ঐ বছর দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেছেন সাঙ্গা।

রাহুল দ্রাবিড়ের জায়গায় পুনরায় কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাঙ্গাকারাকে। আগামী বছরের আইপিএলে রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেটের পাশপাশি  কোচের দায়িত্বও পালন করবেন  তিনি।

সাঙ্গাকারার অধীনে ২০২২ সালে আইপিএলের ফাইনালে উঠেছিল রাজস্থান। ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে যায় রাজস্থান। ২০২৪ সালে প্লে-অফ থেকে বিদায় নেয় রাজস্থান।

গত বছরের আইপিএলে সাঙ্গাকারাকে সরিয়ে কোচের দায়িত্ব দেওয়া হয় দ্রাবিড়কে। তার অধীনে গত মৌসুমে ১৪ ম্যাচে ৪ জয় ও ১০ হারে ৮ পয়েন্ট নিয়ে দশ দলের প্রতিযোগিতায় টেবিলের নবম স্থানে থেকে আইপিএল শেষ করে রাজস্থান।

কোচের দায়িত্ব পুনরায় ফিরে পাওয়ায় খুশি সাঙ্গাকারা বলেন, ‘প্রধান কোচ হিসেবে ফিরে আসতে পেরে এবং প্রতিভাবান দলের সাথে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’

তিনি আরও বলেন, ‘শক্তিশালী কোচিং স্টাফ পাশে পাওয়ায় আমি আনন্দিত। বিক্রম, ট্রেভর, শেন এবং সিডের নিজ নিজ ক্ষেত্রে মূল্যবান অভিজ্ঞতা আছে। আমরা এক সাথে খেলোয়াড়দের ভালভাবে প্রস্তুত করার দিকেই মনোযোগ দেব।’

কোচিং প্যানেলে কিছু পরিবর্তন এনেছে রাজস্থান। সাঙ্গাকারার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গত আসরে ব্যাটিং কোচ থাকা বিক্রম রাঠৌর। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড।

ট্রেভর পেনি সহকারী কোচ ও সিড লাহিড়ি পারফরম্যান্স কোচের ভূমিকাতে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি, এনসিপিসহ ১২টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ বুধবার
শীত আসতে না আসতেই বরিশালে ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা 
বাউফলে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
মালয়েশিয়া হতে পারে বাংলাদেশি মেডিকেল ট্যুরিস্টদের নতুন গন্তব্য
প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
বিএনপির ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
পটুয়াখালীতে মাছ ব্যবসায়ীদের মধ্যে ইনসুলেটেড কনটেইনার বিতরণ
কিশোরগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েও শহীদের তালিকায় নাম নেই ভোলার সাহাবুদ্দিনের
মদিনার কাছে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় ৪৫ প্রাণহানি : ভারতীয় পুলিশ
১০