বাসস
  ২২ জানুয়ারি ২০২৪, ১৯:০৬

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণা 

পাবনা, ২২ জানুয়ারি ২০২৪ (বাসস): তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় জেলায় সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম মঙ্গলবার (২৩ জানুয়ারি) একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকালে পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাবনার তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নীচে হওয়ার সম্ভাবনা থাকায় শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে ২৩ জানুয়ারি মঙ্গলবার পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।