বাসস
  ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬

পাবনায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বুধবার বন্ধ 

পাবনা, ২৩ জানুয়ারি ২০২৪ (বাসস) : জেলায় আজও দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় আগামীকাল বুধবার জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার জেলায় তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ি পাবনা জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে হওয়ার সম্ভবনা থাকায়, শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে  আগামিকাল ২৪ জানুয়ারি বুধবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।