বাসস
  ২৪ জানুয়ারি ২০২৪, ১১:৩৭

জয়পুরহাটে চারদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান

জয়পুরহাট, ২৪ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ। পাশের জেলার বদলগাছী আবহাওয়া অফিস সূত্র জানায়, গত রোববার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবারের রেকর্ড ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের রেকর্ডে সর্বনি¤œ তাপমাত্রা। মঙ্গলবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস যা আজ বুধবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানান, বদলগাছি আবহাওয়া অফিসের  টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন। তিনি বলেন, বদলগাছিসহ আশপাশের এলাকায় বুধবার সর্বনি¤œ তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । বদলগাছি আবহাওয়া অফিস জয়পুরহাটের কাছাকাছি এলাকা এজন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। এ বছরেই প্রথম  সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনও এমন সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়নি বলেও জানান তিনি । ঘন কুয়াশার সাথে শৈত্য প্রবাহের ফলে হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে জয়পুরহাটে। কনকনে ঠান্ডার কারণে শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। শীতের তীব্রতায় গরম কাপড়ের দোকান গুলোতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। শহর থেকে গ্রামের ছিন্নমূল মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ছিন্নমূল মানুষের জন্য জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলায় শৈত্য প্রবাহের ফলে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় পরিস্থিতি বিবেচনায় জেলার সকল  প্রাথমিক ও মাধ্যমিক স্কুল আজ বুধবার পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে বলে জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন।