বাসস
  ২৫ জানুয়ারি ২০২৪, ২০:২৬

গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত 

গোপালগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২৪ (বাসস) : ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে ঘুষ-দূর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা দিলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে ক্যাম্পে কর্মরত অফিসার ও পুলিশ সদস্যরা।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানায় অফিসার  ইনচার্জ আবুল হাসেম মজুমদারের সভাপতিত্বে ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ। বক্তব্য রাখেন কল্লোল, সেলিম শিকদার, আজাদ হোসেন, শাহিনুর বেগম, মনিরুল সরদার, আত্তাব হোসেন, জুয়েল, মোল্যা, পলাশ শরীফ প্রমূখ।
ভাটিয়াপাড়া হাইওয়ে ক্যাম্পের চার্জ অফিসার এস আই মো. হাসেম মজুমদার বলেন, কোথাও আমাদের কোন প্রকার মাসিক চুক্তি নেই। আমরা সড়কে কোন প্রকার চাদাঁবাজি করি না। আমাদের নামে কেউ কোন প্রকার অর্থ দাবী করলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।