শিরোনাম
চট্টগ্রাম, ২৬ জানুয়ারি, ২০২৪ (বাসস): চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন।
বিমানবন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যৌথ টিমের অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এসব সোনা বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরে সিগারেটের পরিত্যক্ত প্যাকেট থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে যার ওজন এক কেজি ৬৩১ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা। এসব স্বর্ণ এয়ার এরাবিয়া এয়ারলাইনস এ৯-৫২৬ যোগে চট্টগ্রাম বিমানবন্দরে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।