বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০

নওগাঁয় জাতীয় পরিসংখ্যা দিবস  পালিত

নওগাঁ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।  জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। 
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা এতে নেতৃত্ব দেন। 
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান" শিরোনামো আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ফয়সাল হাসান। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহেল রানা।  এতে মুখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। 
সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সঠিক ও নির্ভুল পরিসংখ্যান প্রণয়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ফয়সাল হাসান, পাসপোর্ট বিভাগের সহকারী পরিচালক সাধন সাহা, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন,  জেলা সরকারি গণ-গ্রন্থাগারিক এস এম আসিফ এবং  বিয়াম  ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান। 
অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পরিসংখ্যান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।