ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে দিনের বেলায়ও দেখা মিলছে না সূর্যের

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২৩:২৪
ঠাকুরগাঁও জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ২০ জানুয়ারি ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না। ফলে রাস্তা-ঘাটে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। দিনের আলোতেও বাতি জ্বালিয়ে যানবাহন চলতে বাধ্য হচ্ছে।

জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের তীব্রতায় শীতের কষ্ট আরও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত সমস্যায় বেশি ভুগছেন। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে।

গ্রামাঞ্চল এবং শহরের নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় তাদের দিনযাপন আরও কঠিন হয়ে উঠেছে। খোলা আকাশের

নিচে বসবাসরত এবং শ্রমজীবী মানুষরা ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
সরকারি এবং বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হলেও তা পর্যাপ্ত নয়। ঠাকুরগাঁও সদর উপজেলার ফাসাডাঙ্গী এলাকার কৃষক আব্দুল্লাহ জানান, রাতে শীতের তীব্রতায় গরম বস্ত্রের অভাব বেশি অনুভূত হচ্ছে। আর দিনে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করা সহজ।

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিরাও উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে আরও সহায়তা প্রয়োজন বলে দাবি করেছেন এলাকার জনপ্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০