খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:১৭
ছবি : বাসস

খুলনা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বিএসএসপি)।

বিএসএসপি খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে মহানগরীর বেনুবাবু রোডস্থ বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে এসব উপহার বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএসএসপির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল।

বিএসএসপির বিভাগীয় সভাপতি এসএম নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএসএসপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না ও বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শেখ আব্দুল আহাদ। 
এতে প্রধান বক্তব্য দেন, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হুমায়ূন কবীর।

এ সময় ২০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিনসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা। 

স্থানীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রাখায় নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্নার হাতে সম্মাননা স্বারক তুলে দেন, বিএসএসপির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল।

অনুষ্ঠান শেষে বিএসএসপির খুলনা বিভাগীয় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। 

এতে বর্তমান সভাপতি এসএম নাজমুল হাসানকে পুনরায় সভাপতি এবং ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হুমায়ূন কবীরকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিপাহী-জনতার বিপ্লব দেশপ্রেমের অনন্য নজির : ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী
ঐকমত্য কমিশনের খরচ নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
আবারও ব্যর্থ পাক-আফগান শান্তি আলোচনা: অভিযোগ কাবুলের
ব্রাজিলে টর্নেডোর আঘাতে ৫ জনের মৃত্যু, আহত ১৩০
রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের
জলবায়ু রহস্যের সূত্র মিলছে পামির পর্বতের বরফে
সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজ উদ্ধার করল ইইউ নৌবাহিনী
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
গাজায় জিম্মির লাশ পেয়েছে রেডক্রস
লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে গাঁজা জব্দ
১০