ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৫, আহত ১৩০

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৩:০১ আপডেট: : ০৮ নভেম্বর ২০২৫, ১৭:২০

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পারানা রাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে শুক্রবার ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে অন্তত ৫ জন নিহত এবং প্রায় ১৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে গাড়ি উল্টে গেছে এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত পারানা সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, টর্নেডোর কারণে ইতোমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় উদ্ধার সংস্থা আরও জানিয়েছে, ‘প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ৩০ জন গুরুতর বা মাঝারি মাত্রার আহত হয়েছেন এবং প্রায় ১০০ জনের হালকা আঘাত রয়েছে।’

পারানার পরিবেশগত প্রযুক্তি ও পর্যবেক্ষণ সংস্থার তথ্যানুসারে, ১৪ হাজার জনসংখ্যার রিও বোনিতো দো ইগুয়াচুতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ছিল। এসময় গাছ উপড়ে গেছে এবং ঘরবাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পারানা রাজ্যের গভর্নর রাতিনহো জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত শহরগুলো পর্যবেক্ষণ করছে।’

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পারানা ছাড়াও দক্ষিণাঞ্চলের সান্তা ক্যাটারিনা ও রিও গ্রান্ডে দো সুল রাজ্যজুড়ে বিপজ্জনক ঝড়ের সতর্কতা জারি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে তারুণ্যের উৎসব ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান
দেড় বছরে কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু
বরিশালের বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুলসহ দু’জন কারাগারে
চট্টগ্রাম বিমানবন্দরে অবৈধ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ
দিনাজপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা
চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে কমলো ৫ পণ্যের দাম
খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
বিনায় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে ছাত্রদলের আলোচনা সভা 
১০