
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পারানা রাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে শুক্রবার ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে অন্তত ৫ জন নিহত এবং প্রায় ১৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে গাড়ি উল্টে গেছে এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত পারানা সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, টর্নেডোর কারণে ইতোমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় উদ্ধার সংস্থা আরও জানিয়েছে, ‘প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ৩০ জন গুরুতর বা মাঝারি মাত্রার আহত হয়েছেন এবং প্রায় ১০০ জনের হালকা আঘাত রয়েছে।’
পারানার পরিবেশগত প্রযুক্তি ও পর্যবেক্ষণ সংস্থার তথ্যানুসারে, ১৪ হাজার জনসংখ্যার রিও বোনিতো দো ইগুয়াচুতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ছিল। এসময় গাছ উপড়ে গেছে এবং ঘরবাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পারানা রাজ্যের গভর্নর রাতিনহো জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত শহরগুলো পর্যবেক্ষণ করছে।’
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পারানা ছাড়াও দক্ষিণাঞ্চলের সান্তা ক্যাটারিনা ও রিও গ্রান্ডে দো সুল রাজ্যজুড়ে বিপজ্জনক ঝড়ের সতর্কতা জারি রয়েছে।