মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জানানো উচিত : ম্যাঁখাে

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৩:৪৬ আপডেট: : ০৮ নভেম্বর ২০২৫, ১৩:৪৯

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিতর্কিত মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

তিনি বলেন, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করতে হলে প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো উচিত, যা ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বিতর্কিত মাদক বিরোধী অভিযানকে প্রতি ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফরাসি নেতা লাতিন আমেরিকায় একটি সংক্ষিপ্ত সফর শেষে মেক্সিকোতে পৌঁছেছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সাথে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের অভিযান এবং মেক্সিকোতেও অনুরূপ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সম্পর্কিত বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এ কথা বলেন। 

ম্যাখোঁ বলেন, ‘মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই এমন একটি বিষয় যা আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে। তিনি এবং শেইনবাউম বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি।

ম্যাখোঁ বলেন, ‘এটি সার্বভৌম দেশের মধ্যে সহযোগিতা দ্বারা পরিচালিত হয় এবং প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখতে হয়।’

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লাতিন আমেরিকায় ব্যাপক বাহিনী মোতায়েন করেছে, যা তাদের মতে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানের অংশ।

গত সেপ্টেম্বরের গোড়ার দিকে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজগুলোকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা শুরু করে। যা কিছু বিশেষজ্ঞের মতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান। যদিও তারা দাবি করছে যে মাদক পাচারের সঙ্গে যুক্ত অপরাধীরা তাদের লক্ষ্য। 

মার্কিন হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৮টি জাহাজ ধ্বংস হয়েছে। কিন্তু ওয়াশিংটন এখনও পর্যন্ত এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি যে তার লক্ষ্যবস্তু মাদক পাচারকারী ছিল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।

মেক্সিকো সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ব্রাজিলের পর ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সাথে সম্পর্ক আরও মজবুত করার ইচ্ছার কথা তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন 
মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই
গোপালগঞ্জে ২ হাজার ৮২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
গ্রামীণ নারী-শিশুর অপুষ্টি কমছে সবজি ও ছোট মাছে
ভোলায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী'র মতবিনিময় সভা
গণ-অভ্যুত্থানের গ্রাফিতির বইয়ের প্রচ্ছদকে গ্রেটার বাংলাদেশের মানচিত্র দাবিতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়িতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১০