টঙ্গীতে তুলার গোডাউনে আগুন 

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৫:২৯
শনিবার গাজীপুর জেলার টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

গাজীপুর, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শনিবার বেলা পৌনে ১১ টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকার মুন্নু মিলের ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ মুহূর্তে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাবুল মিয়া বাসসকে জানান, বেলা ১১টা ৪৫ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ৪৯ মিনিটে ঘটনাস্থলে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর উত্তরা ও গাজীপুর থেকে আরও চারটিসহ মোট তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী এবং জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিটি গুদামে লাখ লাখ টাকার তুলা মজুত ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
বিনায় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে ছাত্রদলের আলোচনা সভা 
বিএমইউতে আন্তর্জাতিক রেডিওলজি দিবস ২০২৫ উদযাপিত
আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে: শফিকুল আলম
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
১০