বিনায় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৭:২০
ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত। ছবি: বাসস

ময়মনসিংহ (বাকৃবি), ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বিনার কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি।

পাঁচ দিনব্যাপী ওই কর্মশালার উদ্বোধন হয় গত ৪ নভেম্বর। কর্মশালায় বিনার ১১টি বিভাগের বিগত এক বছরের গবেষণা কার্যক্রম ও সাফল্য উপস্থাপন করা হয়।

পাশাপাশি বিনার ১৩টি উপকেন্দ্র এবং ১টি আঞ্চলিক কেন্দ্রের গবেষণা ফলাফল ও সম্প্রসারণ কার্যক্রমও তুলে ধরা হয়।

কর্মশালায় মোট ১৩টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষক, দেশের অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সেশন পরিচালনা করেন। বিজ্ঞানীরা তাদের গত এক বছরের গবেষণার ফলাফল, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন সহনশীল, উচ্চ ফলনশীল, পোকা-রোগ প্রতিরোধী এবং পুষ্টিসমৃদ্ধ ফসলের নতুন জাত উদ্ভাবন ও উন্নত কৃষি প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকশালের কবরে বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান : ডা. জাহিদ
দিনাজপুর মেডিকেলে পরিত্যক্ত নবজাতকের পাশে বিএনপির সহায়তা সেল
বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল
শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি
সিরিজে লিড নেওয়ার লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ
সিলেটে তারুণ্যের উৎসব ঘিরে সাইকেল শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান 
ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হলেন বাংলাদেশের চপল
১০