বাকশালের কবরে বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান : ডা. জাহিদ

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৭
ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন দিনাজপুর ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

দিনাজপুর, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

দিনাজপুর ঘোড়াঘাট পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। জেলার ঘোড়াঘাট উপজেলা পৌর বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার ওপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রাষ্ট্রপ্রতি শাসন ব্যবস্থার ওপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে জনগণের সুবিধার্থে যেটি মঙ্গল কাজ হয়, সেটি সংস্কার করার জন্য। বিএনপি হচ্ছে প্রথম সংস্কারের জন্য বাস্তবায়ন করার একমাত্র রাজনৈতিক দল।

৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার আহবান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপিকে যারা সংস্কারের প্রতিপক্ষ মনে করেন, তারা সত্যিকারার্থে শাক দিয়ে মাছ ঢাকতে চান। বিএনপি কোনো অবস্থাতেই সংস্কারের প্রতিপক্ষ নয়। এই দেশ সাক্ষী দেবে, এ দেশের মানুষ বলবে, দেশের ইতিহাস বলবে— বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস, বিএনপির ইতিহাস মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার আধুনিক বাংলাদেশ গড়ার ইতিহাস। আয়নাতে চেহারাটা দেখুন; মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে পারবেন না। সুন্নতি লেবাস পরেছেন সত্যের মুখোমুখি হন।

তিনি বলেন, বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে চায়, লালন করতে চায়, বাস্তবে রূপায়িত করতে চায়। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সহ সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু। এছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিএনপির কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
বৈষম্য বিরোধী আইন প্রণয়নের জন্য রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চেয়েছেন অ্যাটর্নি জেনারেল
উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-ডিআর কঙ্গোর
আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে : তালেবান সরকার
১২ নভেম্বর ‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি
লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
তুরস্কে সুগন্ধির গুদামে আগুনে নিহত ৬
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন : হাসান উদ্দিন সরকার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
১০