পাবনার এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:৫৯
তারেক রহমানের নির্দেশে শনিবার ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল এতিম শিশুদের হাতে নগদ অর্থ তুলে দেন। ছবি: বাসস

পাবনা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : পাবনার ভাঙ্গুড়ার মাদারবাড়িয়া গ্রামের বাবা-মা হারা এতিম দুই শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের সব দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ওই দুই শিশুর খোঁজখবর নিতে মাদারবাড়িয়া গ্রামে যায়।

সংগঠনের পক্ষে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে বিএনপির প্রার্থী, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম শিশুদের হাতে নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে এই নিভৃত পল্লীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।’

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন এতিম দুই শিশু মিথুন মরিয়ম ও ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি দেওয়ার ঘোষণা দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা এবং জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মাদারবাড়িয়া গ্রামের হতদরিদ্র পরিবারটির অভিভাবক ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোকে মারা যান। এরপর মা আজিমা খাতুন সংসারের হাল ধরেন। কিন্তু সম্প্রতি তিনিও মৃত্যুবরণ করলে মরিয়ম ও ইসমাইল এতিম হয়ে পড়ে।

বাবা-মা হারিয়ে জরাজীর্ণ ঘরে কষ্টে দিন কাটাচ্ছিল তারা। এ বিষয়ে গত ৩০ অক্টোবর ‘ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপর তাঁর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি এতিম দুই শিশুর পাশে দাঁড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
পাবনার নগরবাড়ীতে আধুনিক নৌবন্দর চালু 
যশোরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
বৈষম্য বিরোধী আইন প্রণয়নের জন্য রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চেয়েছেন অ্যাটর্নি জেনারেল
উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-ডিআর কঙ্গোর
আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে : তালেবান সরকার
১২ নভেম্বর ‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি
লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
তুরস্কে সুগন্ধির গুদামে আগুনে নিহত ৬
১০