যশোরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ২০:০২ আপডেট: : ০৮ নভেম্বর ২০২৫, ২০:১৩

ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : আগামীকাল থেকে যশোরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

জেলা প্রশাসনের আয়োজনে এবারের টুর্নামেন্টে ৮টি উপজেলা দল অংশ নেবে। 

বেলা আড়াইটায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে সদর উপজেলা দল ও শার্শা উপজেলা দল।

আজ শনিবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়া, সংস্কৃতির বিকাশ ও ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। 

তিনি জানান, টুর্নামেন্টে ৮টি উপজেলা দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। 

টুর্নামেন্টের সব ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। গ্রুপ পর্বের মোট চারটি ম্যাচ যথাক্রমে- ৯, ১১, ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে অংশ নেবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর। ২০ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সদস্য সচিব মাহতাব নাসির পলাশ জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল গোল্ডকাপ ট্রফির পাশাপাশি প্রাইজমানি হিসেবে দুই লাখ টাকা পাবে।

রানার্সআপ দল পাবে দেড় লাখ টাকা।

এছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ হাজার টাকার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে পাবেন ২০ হাজার টাকা। 

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার আরও জানান, টুর্নামেন্টে দর্শক উপস্থিতি বাড়াতে মাইকিংয়ের পাশাপাশি বিভিন্নভাবে প্রচার প্রচারণা করা হচ্ছে। দর্শকদের জন্য টিকিটের রাফেল ড্রয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
১০