চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ২০:৪৮

চট্টগ্রাম, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরে বাস্কেটবল খেলাকে আরও গতিশীল ও আকর্ষণীয় করতে এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে ৯ দিনব্যাপী জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল রোববার। প্রতিযোগিতায় বালক বিভাগে ১২টি ও বালিকা বিভাগে ৮টি দল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় প্রতিযোগিতার সকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। 

আজ শনিবার জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিখিত বক্তব্যে এ তথ্য জানান, জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজু।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন. বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) ও সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ থেকে ১৭ নভেম্বর সাগরিকাস্থ বাস্কেটবল কোর্টে গ্রুপ পর্যায় ও চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগে গ্রুপ পর্বে ৯টি, সেমিফাইনালে ২টিসহ তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বে অংশ নেবে বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ পুলিশ। চূড়ান্ত পর্বে খেলবে আলফা ১ ও ২ (বিভাগীয় ও জেলা দল), ব্রাভো ১ ও ২ (বিশ্ববিদ্যালয়/কলেজ প্রতিনিধি দল) এবং চার্লি ১ ও ২ (সামরিক/আধা সামরিক/বেসামরিক সংস্থা)।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে এক লাখ টাকা, রানার্স-আপ ৭৫ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী দল ৫০ হাজার টাকা এবং ফাইনালের সেরা খেলোয়াড় ২৫ হাজার টাকা পুরস্কার পাবেন।

জাতীয় প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা বাস্কেটবল মহিলা দল ইতোমধ্যে ৩য় স্থান অর্জন করেছে এবং পুরুষ দল গ্রুপ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ উৎসবে ২৭টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী সিজেকেএস বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন অ্যাডহক কমিটির সদস্য অনুরুদ্ধ তালুকদার বর্ণ, সিজেকেএস বাস্কেটবল উপ-কমিটির ভাইস চেয়ারম্যান কুইন্টেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, সদস্য ইমরুল কায়েস এবং সিজেকেএস প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
১০