
ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : নেত্রকোণায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ বিকেলে জেলা শহরের মোক্তার পাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ জেলার ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে দশ দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার ১০ টি উপজেলা ক ও খ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পূর্বধলা ও কেন্দুয়া উপজেলা। ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে কেন্দুয়া উপজেলা।