
টাঙ্গাইল, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের উদীয়মান ক্রিকেটার দেবাশীষ সরকার। ভালো ক্রিকেট খেলে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার স্বপ্নে বিভোর দেবাশীষ ক্রিকেটকে নিয়ে যেতে চান উচ্চ শিখরে, বিশ্ব মঞ্চে নিজেকে প্রমান করতে চান।
সেই দৃঢ় সংকল্প আর মনোবল নিয়ে এগিয়ে চলেছেন প্রতিভাবান খেলোয়াড় দেবাশীষ। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের সদস্য হিসেবে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। অতীতের দু:খ-কষ্ট পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন তার মূল লক্ষ্য। একটি সাধারণ গ্রামীণ পরিবার থেকে উঠে আসা মেধাবী ক্রিকেট খেলোয়াড় দেবাশীষ দেশের অনেকের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের ঝুনঝুনিয়া গ্রামের আশিষ সরকার ও ময়না রানী দম্পতির একমাত্র ছেলে দেবাশীষ সরকার। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তীব্র আকর্ষণ থেকেই এ পর্যন্ত উঠে আসা।
গত বছর বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ভারত সফর করেছেন তিনি। তার নেতৃত্বে ভারতের আঞ্চলিক দলের বিরুদ্ধে দুটি ম্যাচেই বিশাল জয় পায় বাংলাদেশ। ডানহাতি লেগ স্পিনার ও মিডল অর্ডার ব্যাটার দেবাশীষের লক্ষ্য বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করা।
বাসস এর সাথে একান্ত সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন প্রতিভাবান ক্রিকেটার দেবাশীষ সরকার। টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ফুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ২০১৬ সালে ক্রিকেটে হাতেখড়ি হয় তার। এরপর পরিবারের সদস্যদের উৎসাহে গ্রাম থেকে টাঙ্গাইল শহরে চলে আসেন ক্রিকেট শেখার জন্য। বিসিবির কোচ এবং টাঙ্গাইল স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা আরাফাতের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ গ্রহণ করতে থাকে দেবাশীষ। টাঙ্গাইল জেলার অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৭ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
দেবাশীষ জানান, পারফরমেন্স ভাল থাকায় ২০২২ সালে ভারত সফরে অনূর্ধ- ১৭ জাতীয় দলের খেলার সুযোগ হয়। শুধু তাই নয়, বয়সভিত্তিক এই দলটির অধিনায়কের দায়িত্ব পায় সে। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে হাফ সেঞ্চুরি করেন দেবাশীষ। আর একটি ওয়ানডে ম্যাচে ৪৮ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন। এছাড়া দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এবং সম্প্রতি শ্রীলঙ্কা সফরেও ভালো পারফরম্যান্স করেন দেবাশীষ সরকার।
তিনি আরো জানান, সম্প্রতি আরব আমিরাত সফর করেছে বাংলাদেশ মিরপুর ও রাজশাহীতে অনুষ্ঠিত তিনটি ওয়ানডের মধ্যে দুইটিতে খেলার সুযোগ হয় তার। এতে ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করে দেবাশীষ সরকার। এছাড়া প্রথম বিভাগ ক্রিকেট লিগে গাজী টায়ার দলের হয়ে খেলছেন।
দেশে সাকিব আল হাসান আর বিদেশে শচীন টেন্ডুলকার তার প্রিয় খেলোয়াড়।
দেবাশীষ সরকারের বাবা আশীষ সরকার বাসস’কে বলেন, ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি আগ্রহ ছিল দেবাশীষের। অনেক কষ্ট ও পরিশ্রম করে সে আজ এ জায়গায় এসেছে। দেবাশীষ এখন অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের খেলোয়াড়। এই অর্জনে আমি গর্বিত। আমার ছেলে এক সময় জাতীয় ক্রিকেট দলে খেলবে এটা আমার বিশ্বাস। এ জন্য তিনি সকলের কাছে আশীর্বাদ চাই।
সাবেক ক্রিকেটার আবু নাসের মানিক বলেন, ‘দেবাশীষ সত্যিকার মেধাবী ও দূরন্ত ক্রিকেটার। টাঙ্গাইল জেলার প্রথম কোন খেলোয়াড় হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা তার আছে। আমি দেবাশীষের সর্বাঙ্গীণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগে প্রাইম ধলেশ্বর ক্লাবের হেড কোচ ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা আরাফাত রহমান জানান, ক্রিকেটার দেবাশীষ সরকার আমার সরাসরি ছাত্র। ছোটবেলা থেকেই সে মেধার স্বাক্ষর রাখছেন। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে টাঙ্গাইলের ছেলে দেবাশীষ খেলছে এটা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। টাঙ্গাইল থেকে এ পর্যন্ত কোন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পায়নি। তবে আমার দৃঢ় বিশ্বাস সে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার যোগ্যতা রাখে।