
ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : দিনাজপুরে ‘তারুণ্যের উৎসব’ জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিসিএ)আয়োজনে প্রথমবারের মতো ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপি দিনাজপুরের প্রধান কোচ আ ই মো. আনোয়ার হোসেন ডিয়ার-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, আপনাদের সকলের সহযোগিতায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানকে একটি আন্তর্জাতিক মানের খেলার মাঠে রূপান্তর করা হবে। একজন প্রকৃত খেলোয়াড় হতে হলে প্রতিদিন খেলার চর্চা করতে হবে।
তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মনে রাখতে হবে, লেখাপড়ার সাথে খেলাধুলার মধ্যে কোনো বিরোধ নেই। খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। এজন্য নতুন প্রজন্মের শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, এই মাঠে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারবে না এবং দোকানপাট বসাতে পারবে না। এখানে শুধু খেলাধুলার চর্চা হবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমরা যদি কেউ এই মাঠে ময়লা-আবর্জনা না ফেলি, তবে এই মাঠের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নান্দনিক পরিবেশ ঠিক রাখার সম্ভব হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বিকেএসপির উপ-পরিচালক মাসুদ হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলার মো. রেহাতুল ইসলাম খোকা।
ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্টে ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে দিনাজপুর শহরের মুন্সিপাড়া ওয়ারিয়ার্স, মাসুম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আমাদের পাঠশালা, ডমিনেটরস ও মনতা রাইডার্স।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মুন্সিপাড়া ওয়ারিয়ার্স ও মনতা রাইডার্স।