বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:২৩

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নাগরিক অংশগ্রহণ আরও জোরদার করতে স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বন অধিদপ্তর।

এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা, আবাসস্থল রক্ষা, বন্যপ্রাণী উদ্ধার এবং সচেতনতামূলক কার্যক্রমে যারা ইতোমধ্যে যুক্ত আছেন বা আগ্রহী, তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের জন্য ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে। সংগৃহীত তথ্য সরকারি কাজে ব্যবহৃত হবে।

স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এছাড়াও, নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে বন অধিদপ্তর। তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পুরস্কার প্রদান বা বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সম্মাননার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

নিবন্ধনের জন্য অনলাইনে নিচের লিংকে ফরমপূরণ করা যাবে :  

https://forms.gle/Hy6kgbpqKdHuv1SY8

প্রয়োজনে- বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা মোবাইল: ০১৯৯৯০০০০৪২ ইমেইল: [email protected],  [email protected] এ যোগাযোগ করতে বলা হয়েছে। 

পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের কর্মযাত্রায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-ডিআর কঙ্গোর
আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে : তালেবান সরকার
১২ নভেম্বর ‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি
লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
তুরস্কে সুগন্ধির গুদামে আগুনে নিহত ৬
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন : হাসান উদ্দিন সরকার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : এমরান সালেহ প্রিন্স
ঢাবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০